Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

সাম্প্রতিক বছর সমূহের প্রধান অর্জনসমূহঃ

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) নিরাপদ পানি সরবরাহের মাধ্যমে জনস্বাস্থ্যের উন্নয়ন ও স্যানিটেশন সেবা প্রদান করে আসছে। বর্তমানে পল্লী এলাকায় প্রতি ৮৮ জনের জন্য একটি সরকারী নিরাপদ খাবার পানির উৎস রয়েছে এবং পানি সরবরাহ কভারেজ ৮৮.৬৬% এ উন্নীত হয়েছে। বিগত ৩ (তিন) অর্থ বছরে গ্রাম, পৌর ও বস্তি এলাকায় ৩৯৭২৩২ টি বিভিন্ন প্রযুক্তির পানির উৎস, ১৭০টি উৎপাদক নলকূপ, ১৬৬০ কি.মি. বিভিন্ন ব্যাসের পাইপ লাইন, ৩৫৮৫০ টি স্বল্প মূল্যের স্যানিটারী ল্যাট্রিন ও ইম্প্রভড স্যানিটারী ল্যাট্রিন ৪৮৫টি কমিউনিটি ল্যাট্রিন-পাবলিক টয়লেট নির্মাণ করা হয়েছে। কেন্দ্রীয় পানি পরীক্ষাগার এবং ১৩টি আঞ্চলিক পরীক্ষাগারে প্রায় ৩৯৭৪৩০টি পানির উৎসের পানির গুণগতমান পরীক্ষা করা হয়েছে। তাছাড়া ১১টি আশ্রয় কেন্দ্রে মহিলাদের জন্য ৬০০ ইউনিট গোসলখানা নির্মাণ করা হয়েছে। সেই সাথে মিনি পাইপ ওয়াটার নেটওয়ার্ক ৭৭টি, সমন্বিত কঠিন বর্জ্য পরিশোধনাগার ২টি, কঠিন বর্জ্য পরিশোধনাগার ৭টি, ওমনি প্রসেসর ১টি, ভূ-উপরিস্থ পানি পরিশোধনাগার ৪টি, ভূ-উপরিস্থ পানি জলাধার ২টি।